Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

 চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৯৪ সালে চেৌগাছা, যশোর রোডের দক্ষীণ পাশে অবস্থিত। স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যা বিশিষ্ট এবং ৪টি ভবনে বিভক্ত। ২টি ভবন দ্বিতল বিশিষ্ট অপর ২টি তিনতলা ভবন বিশিষ্ট। ডাক্তারদের আবাসিক ভবন ৩টি এবং ইউনিট ১১টি। তৃতীয় শ্রেণীর ভবন ২টি এবং ইউনিট ১২টি। চতুর্থ শ্রেণীর  ভবন ২টি এবং ইউনিট ৮টি। ডাক্তার ডরমেটরী ১টি  ও নার্স ডরমেটরী ১টি।

 

সার্বক্ষণিক জরুরী রোগীর চিকিৎসা, বহিঃ বিভাগে রোগীর চিকিৎসা, অন্তঃ বিভাগে ভর্তি রোগীর চিকিৎসা, প্যাথলজী কর্যক্রম, এক্স-রে কার্যক্রম, ডায়রিয়া রোগ নিয়ন্ত্রণ, টিকাদান ও অন্ধত্ব প্রতিরোধ কার্যক্রম, গর্ভবতী পরিচর্যা ও প্রসব সেবা কার্যক্রম, অপারেশন কার্যক্রম, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ, জলাতণ্ক রোগ নিয়ন্ত্রণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, দন্ত চিকিৎসা কার্যক্রম, স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা কার্যক্রম, এ্যাম্বুলেন্স সার্ভিস, দরিদ্র গর্ভবতী মায়ের ভাউচার কার্যক্রম, নারী বান্ধব হাসপাতাল কার্যক্রম, ম্যালেরিয়া কার্যক্রম, আর্সেনিক রোগ নিয়ন্ত্রণ, এইডস রোগ কার্যক্রম।